ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এসআই জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

এমএ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসআই জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে নিহতের নিকটাত্মীয় মাহবুব আলম সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামি ১৯ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যের জন্য ধার্য করেছেন।

এনিয়ে মামলাটিতে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলার অপর ৪ আসামি হলেন- মিরপুর থানার এএসআই রাজ কুমার, কনস্টেবল আসাদ, কনস্টেবল রাশেদুল ও মিথুন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন নিহত হওয়ার ঘটনায় ২০ জুলাই আদালতে নিহতের স্ত্রী মমতাজ সুলতানা লুসি এই মামলাটি করেন।

বিচার বিভাগীয় তদন্তের পর ২০১৪ সালের ৬ নভেম্বর মামলাটিতে ৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/এমএ খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়