ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে খেলে অস্ট্রেলিয়ায় শোধি ও মানরো

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে খেলে অস্ট্রেলিয়ায় শোধি ও মানরো

ইস শোধি ও কলিন মানরো

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে বল হাতে ইস শোধি যেমন অবদান রেখেছেন তেমনি কলিন মানরো ব্যাট হাতে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় কোনো কিউই ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছিলেন মানরো।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। এই সিরিজে অবশ্য খেলছেন না শোধি ও মানরো। তারা যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলতে। কলিন মানরো খেলবেন সিডনি সিক্সার্সের হয়ে। আর ইস শোধি খেলবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুনরো যখন সেঞ্চুরি করেন ঠিক সে সময় বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স তাদের সবশেষ বিদেশি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করে। স্যাম বিলিংস সিডনি সিক্সার্স ছেড়ে যোগ দিয়েছেন ইংল্যান্ড দলে। আর কলিন মানরো নিউজিল্যান্ড দল ছেড়ে যোগ দিয়েছেন সিনডি সিক্সার্সে।

বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন ইস শোধি। ভালো বলও করেছেন অবশ্য। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইস শোধির বোলিং ভেল্কি দেখেছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন শোধি। বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের সবশেষ সংযোজন ইস শোধি। ক্রিস জর্ডান ইনজুরিতে পরায় শোধিকে দলে ভিড়িয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়