ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চীনকে হুঁশিয়ার করলেন যুক্তরাষ্ট্রের হবু পররাষ্ট্রমন্ত্রী

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনকে হুঁশিয়ার করলেন যুক্তরাষ্ট্রের হবু পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ নিয়ে চীনকে হুঁশিয়ার করে পরিষ্কার বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের হবু পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি বলেছেন, কৃত্রিম দ্বীপ নির্মাণ থেকে সরে আসতে হবে চীনকে।

পররাষ্ট্রমন্ত্রীর পদে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাম ঘোষণা করলেও নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন লাগবে। এ জন্য সিনেটে শুনানি হচ্ছে। বুধবার সিনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে এক্সনমোবিলের প্রাক্তন প্রধান নির্বাহী টিলারসন চীনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান পরিষ্কার করেন।

টিলারসন বলেন, আমরা চীনকে পরিষ্কার বার্তা দিতে যাচ্ছি। প্রথমত, কৃত্রিমভাবে দ্বীপ নির্মাণ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ওইসব দ্বীপে তাদের প্রবেশ মেনে নেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে টিলারসন বলেন, ওই এলাকায় (দক্ষিণ চীন সাগর) চীনের কার্যক্রম খুবই ভীতিজনক। এবং আমি মনে করি, প্রতিক্রিয়া না জানানোয় কাজ এগিয়ে নেওয়ার সাহস দেখাচ্ছে তারা।

বিতর্কিত জলসীমায় চীনের দ্বীপ নির্মাণের কাজ এবং পূর্ব চীন সাগরে জাপান-নিয়ন্ত্রিত সেকাউ দ্বীপপুঞ্জের আকাশসীমায় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার ঘোষণা সম্পূর্ণ অবৈধ বলে মনে করেন টিলারসন। কৃত্রিম দ্বীপ তৈরি করা এবং সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ইউক্রেন থেকে ক্রিমিয়া ছিনিয়ের নেওয়ার মতো ঘটনা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়