ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘৪৫০ রানে ভারতকে আটকানোর লক্ষ্য ছিল’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘৪৫০ রানে ভারতকে আটকানোর লক্ষ্য ছিল’

তাসকিন আহমেদ

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। শুরুতেই উইকেট তুলে নিয়ে চাপে রেখেছিল স্বাগতিক ভারতকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উল্টো চাপে পড়ে যায় সফরকারীরা। মুরালি বিজয় ও বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রথম দিনটি ভারত নিজেদের করে নিয়েছে।

ম্যাচ শেষে তাসকিন আহমেদ বলেন ভারতকে ৪৫০ রানের মধ্যে বেঁধে রাখার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু এখন সেটা বেশ কঠিন মনে হচ্ছে।

তাসকিন বলেন, ‘উইকেট বেশ ভালো। আমরা যদি তাদেরকে ৪৫০ রানের মধ্যে আউট করতে পারতাম, তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। আসলে মুরালি বিজয়ের রান আউটটা যদি হতো তাহলে হয়তো আমরা দিনশেষে ভারতের ৫-৬ উইকেট নিয়ে নিতে পারতাম। কিন্তু আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। রান আউটও মিস করেছি। অবশ্য এগুলো খেলার অবিচ্ছেদ্য অংশ।’

তাসকিন জানিয়েছেন ফ্লাট উইকেটে বল করাটা তার জন্য নতুন অভিজ্ঞতা, ‘ফ্লাট উইকেটে বল করাটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এটা আমার তৃতীয় টেস্ট। তাও আবার ভারতের বিপক্ষে। সবকিছু মিলিয়ে নতুন অভিজ্ঞতা। আসলে এই ধরণের উইকেটে বোলারদের ধৈর্য্য ধরতে হয়। আপনি ব্যাটসম্যানকে খুব বেশি আলগা বল করতে পারেন না। কারণ, আলগা বল তারা খুব ভালোভাবে খেলে। এই উইকেটে ব্যাটসম্যানরা যদি ভুল না করে তাহলে তাদের আউট করা কঠিন। দিনের প্রথম ঘণ্টায় বলে বেশ মুভমেন্ট ছিল। কিন্তু এরপর পুরোদিনই শুষ্ক ও ফ্লাট উইকেট ছিল। তবে ব্যাটসম্যানরাও ভালো ব্যাট করেছে।’



রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়