ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লালমনিরহাটে এসআইকে কুপিয়ে আসামি ছিনতাই

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালমনিরহাটে এসআইকে কুপিয়ে আসামি ছিনতাই

আহত পুলিশের উপপরিদর্শক জাহিদ হাসান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানকে কুপিয়ে আসামি ছিনতাই করে নিয়েছে মাদক ব্যবসায়ীরা।

সোমবার রাত সাড়ে ৭টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি নামকস্থানে এ ঘটনা ঘটে। এসআই জাহিদ হাসানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদিতমারী থানা সূত্রে জানা গেছে, কিছু দিন আগে দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকার সাইফুল নামের এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। সম্প্রতি আদালতের মাধ্যমে জামিনে এসে আবার মাদক ব্যবসা শুরু করেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এসআই জাহিদ ফোর্সসহ মান্নানের চৌপতি নামকস্থানে মাদকসহ তাকে আবারও আটক করে। খবর পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার, দুলাল, মনোয়ার, আলমগীরসহ কতিপয় লোকজন জাহিদ হাসানের উপর রামদা দিয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হক বলেন, এসআই জাহিদ গুরুতর জখম হয়েছেন। তাকে লালমনিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, এসআই জাহিদ সাদা পোশাকে মিথ্যা অভিযোগে সাইফুলকে আটক করায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ছিনিয়ে নেয়। এ সময় মারামারিতে জাহিদ আহত হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, এসআই জাহিদ হাসান আশঙ্কামুক্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ছাড়া জাহিদের উপর হামলাকারীসহ সাইফুলকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।



রাইজিংবিডি/লালমনিরহাট/২০ ফেব্রুয়ারি ২০১৭/মোয়াজ্জেম হোসেন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়