ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেনিয়ার কাছে হেরে চতুর্থ বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ার কাছে হেরে চতুর্থ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : রোলবল বিশ্বকাপের চতুর্থ আসরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেনিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে কেনিয়ার কাছে ৭-১ গোলের ব্যবধানে হেরে চতুর্থ হয় স্বাগতিক দল।

রোলবল বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে ২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত তৃতীয় রোলবল বিশ্বকাপে বাংলাদেশ সপ্তম হয়েছিল।

সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে সেমিফাইনালে খেলতে নেমে ১১-৩ গোলে হেরে যায় ইরানের পুরুষ দলের কাছে। প্রথমবারের মতো সেমিফাইনালে আসা বাংলাদেশের জন্য বিশ্বকাপের মতো বড় আসরে সবচেয়ে বড় সফলতা। বিকেলে তৃতীয় স্থান দখলের জন্য যুদ্ধে নামে কেনিয়ার শক্তিশালী পুরুষ দলের বিপক্ষে। এবারও ব্যর্থ বাংলাদেশ পুরুষ দল।

ম্যাচের প্রথমার্থ ১-১ ড্র হলের দ্বিতীয়ার্থ গোল বন্যায় ভেসে যায় বাংলাদেশ। কেনিয়ান দল ৭–১ গোলে বাংলাদেশকে হারিয়ে তৃতীয় স্থানের মুকুট নিয়ে হোটেলে ফিরে যায়। আর বাংলাদেশ দলকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।





রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়