ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে ভেজাল খাবার বিক্রির দায়ে জরিমানা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ভেজাল খাবার বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের চকবাজার এলাকায় নোংরা পরিবেশে ভেজাল খাবার বিক্রির দায়ে তিনটি হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শরমিনের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।

সানজিদা শরমিন জানান, নগরীর চকবাজার থানাধীন কাতালগঞ্জ সড়কে ভেজাল মিশ্রিত ও ভোক্তার জীবন বিপন্নকারী পণ্য বিক্রয়ের দায়ে শাহী জমজম হোটেলকে ১০ হাজার টাকা, বাংলা ফুডসকে ১০ হাজার টাকা ও আল আমিন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ ও ক্ষতিকর দ্রব্য মিশ্রণ করে আইসক্রিম তৈরির অপরাধে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদের পাড়াস্থ মামা আইসবার আইসক্রিম ফ্যাক্টরি  সিলগালা করে দেওয়া হয়েছে। 

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ