ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লা সিটি নির্বাচনে ২০৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা সিটি নির্বাচনে ২০৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত ২০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মেয়র প্রার্থী, কাউন্সিলর, সংরক্ষিত ও সাধারণ আসনসহ ২০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ প্রর্যন্ত ৫ দিনে ৪ মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনের ৩৬ প্রার্থী এবং সাধারণ আসন থেকে ১৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার ও স্বতন্ত্র মো. শাহজাহান।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর অভিযান অব্যাহত রয়েছে।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ ও প্রত্যাহার ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।



রাইজিংবিডি/কুমিল্লা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/মহিউদ্দিন মোল্লা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ