ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হেরাথ চ্যাম্পিয়ন বোলার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেরাথ চ্যাম্পিয়ন বোলার

গল থেকে ক্রীড়া প্রতিবেদক : গল টেস্টে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার একাই গুড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। অ্যাঞ্জেলো ম্যাথুউসের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করা হেরাথ সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী হয়ে উঠেন হেরাথ। ৬ উইকেট নিয়ে শেষ দিনে বাংলাদেশকে হারের তিক্ত স্বাদ দিয়েছেন তিনি। অসাধারণ বোলিংয়ে রেকর্ড বুকে নাম উঠান ৩৮ বছর বয়সি এ স্পিনার। লিটন দাসকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ৩৬৩ উইকেটের স্বাদ পান হেরাথ, গড়েন রেকর্ড। বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন হেরাথের। তিনি ছাড়িয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টরিকে। প্রাক্তন কিউই বাঁহাতি স্পিনার ১১৩ টেস্টে নিয়েছিলেন ৩৬২ উইকেট।

ম্যাচ শেষে হেরাথকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক মুশফিক বলেন, ‘হেরাথ চ্যাম্পিয়ন বোলার। আমরা জানতাম যে, হেরাথই আমাদের অন্যতম বড় হুমকি হবে। বাঁহাতি বোলার হিসেবে দারুণ কীর্তি গড়ায় তাকে অভিনন্দন। আশা করি শ্রীলঙ্কার হয়ে সে আরো অনেক দিন ভালো খেলবে।’

আন্তর্জাতিক ক্রিকেটের উজ্জ্বল হেরাথ বাংলাদেশের বিপক্ষে সব সময়েই সাফল্য পেয়ে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে ৭ টেস্টে ৩৪ উইকেট নিয়েছেন হেরাথ।



রাইজিংবিডি/গল (শ্রীলঙ্কা)/১১ মার্চ ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়