ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সার্বভৗম‌ত্ববিরোধী চু‌ক্তি জনগণ মান‌বে না : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সার্বভৗম‌ত্ববিরোধী চু‌ক্তি জনগণ মান‌বে না : ফখরুল

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : প্রধানমন্ত্রীর ভারত সফ‌রে সম্ভাব্য প্র‌তিরক্ষা চু‌ক্তির প্রতি ই‌ঙ্গিত ক‌রে বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, 'বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিপক্ষে যায়, এ ধরনের কোনো চুক্তি দেশের মানুষ গ্রহণ করবে না।'

সোমবার রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে এ কথা ব‌লেন তি‌নি।

ভারতীয় গণ্যমাধ্যমের খবরের বরাত দিয়ে বিএন‌পি মহাস‌চিব বলেন, শেখ হাসিনার সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি ছাড়া দেশের স্বার্থবিরোধী অন্য কোনো চুক্তি জনগণ মেনে নেবে না।

তি‌নি বলেন, আশঙ্কাটা শুধু আমাদের নয়, আশঙ্কাটা ভারতের পত্র-পত্রিকায় বেশি বেরিয়ে এসেছে। ভারতের পত্র-পত্রিকায় এসেছে, ‘২৫ বছরের চুক্তি আবার একটা হতে যাচ্ছে’ এ ধরনের একটা খবর।

তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, 'দীর্ঘ ১১ বছর ধরে আমরা আশা করে আছি, আওয়ামী লীগ সরকার এসেছে, যেহেতু তাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে তিস্তার পানিটা অন্তত পাব। অথচ আজ পর্যন্ত একফোঁটা পানি আমরা পাইনি।'

বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনেক সুবিধা দেওয়া হলেও এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সুবিধা পায়নি বলেও মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, ‘আমাদের দিক থেকে যা দেওয়ার দিয়ে দিয়েছে। ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে, নদীপথে নৌ ও স্থলপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, বন্দরগুলো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।’

সীমান্তে বাংলাদেশিদের বেআইনিভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে এ বিষয়ে প্রধানমন্ত্রী ভারত সফরে আলোচনা করবেন বলে আশা প্রকাশ করেন ফখরুল।

জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবসের প্রস্তাব অনুমোদনের বিষয়ে দলের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'প্রস্তাব নেওয়া হয়েছে, এটা আইনে আসুক। আমরা গণহত্যার বিরুদ্ধে।'



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৩ মার্চ ২০১৭/‌রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়