ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল যারা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল যারা

ক্রীড়া ডেস্ক: ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে ইতিমধ্যেই। নিজেদের সেরাটা জানান দিয়ে শেষ আটে পা রেখেছে ইউরোপের সেরা আটটি দল।

কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হওয়ার আগে চলুন জেনে নেই কোন কোন দল শেষ আটের টিকিট পেল।

গত ৭ ও ৮ মার্চের লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো দলগুলো। এরপর ১৪ মার্চ তাদের সঙ্গে যুক্ত হয়েছে গতবার ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হওয়ায় লেস্টার সিটি এবং ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। একদিন পরই তাদের সঙ্গে যুক্ত হল মোনাকো ও অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল ঘরের মাঠে ৩-১ গোলে এগিয়ে দুই লেগ মিলে ৬-৬ ব্যবধানে অ্যাওয়ে গোলের কল্যাণে ম্যানচেস্টার সিটিকে হারায় মোনাকো। অপর ম্যাচে প্রথম লেগে এগিয়ে থাকায় ফিরতি লেগে ড্র করেও বয়ার লেভারকুসেনকে পেছনে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আগামীকাল রাতেই কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার হেডকোয়ার্টারে ড্র অনুষ্ঠিত হবে। এপ্রিলের ১১ এবং ১২তারিখে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ১৮ ও ১৯ এপ্রিল ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

৩ জুন ওয়েলসের কার্ডিফে মিলেনিয়াম স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়