ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কসবায় ‘বন্দুকযুদ্ধে’ মামা হুজুর নিহত

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কসবায় ‘বন্দুকযুদ্ধে’ মামা হুজুর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। তাজুল ইসলামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীনগর উপজেলার সাদুল্লাপুর গ্রামে। 

তিনি কসবায় ‘মামা হুজুর’ নামে পরিচিত ছিলেন। সম্প্রতি কসবায় এক কবিরাজ হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম আলোচনায় আসে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন রাইজিংবিডিকে জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে কুটি চৌমুহনী এলাকায় পাঁচ-ছয়জন ব্যক্তি জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে। এ সময় নিজ দলের সদস্যদের গুলিতে তাজুল ইসলাম নিহত হন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৩৫টি ককটেল, পাঁচটি চাপাতি ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে কবিরাজ ফরিদ মিয়ার (৪৭) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জহির মিয়া নামে এক ব্যক্তি বলেন, ‘মামা হুজুরের নির্দেশে ফরিদ মিয়াকে তিনি হত্যা করেন।’

 

 

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/১৬ মার্চ ২০১৭/সমীর চক্রবর্তী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়