ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে বিপজ্জনক : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে বিপজ্জনক : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করলে তা দেশের জন্য বিপজ্জনক হবে বলে দাবি করেছে বিএনপি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ভারতের আগ্রহ এবং বাংলাদেশ সরকার চায় সমঝোতা স্মারক সম্পাদন করতে। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা চুক্তি সম্পাদনের পথে একটা বাধ্যতা তৈরি  করবে। সুতরাং বাংলাদেশ সরকারের জন্য সমঝোতা স্মারকে সাক্ষর করাও হবে বিপজ্জনক।’

রিজভী বলেন, ‘ভারতের প্রস্তাবিত ২৫ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করতে চায়। ভারতের একজন প্রাক্তন সেনাপ্রধান একসময় বলেছিলেন-ভারতের সামরিক অস্ত্রসম্ভার সেকেলে, আধুনিক প্রযুক্তি থেকে অনেক দুরে, এগুলো মানসম্মত নয়। ভারত নিজেই হচ্ছে সামরিক সরঞ্জাম আমদানিকারক একটি দেশ। সেক্ষেত্রে ভারত কী ধরনের সমরাস্ত্র বাংলাদেশে রপ্তানি করবে সেটিই এখন বড় প্রশ্ন।’

‘এই চুক্তি হলে ভারত অস্ত্র কেনার শর্তে বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার লাইন অফ ক্রেডিট দেবে, অর্থাৎ এই অর্থ দিয়েই ভারত থেকে অস্ত্র কিনতে হবে। এটি ভারতের কৈ এর তেল দিয়ে কৈ ভাজার চানক্য নীতি’, বলেন বিএনপির এই নেতা।

বাংলাদেশের সঙ্গে ভারতের এই চুক্তির খবরে দেশের মানুষ ‘বিক্ষুদ্ধ হয়ে উঠেছে’ মন্তব্য করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এই চুক্তি স্বাক্ষরিত হলে দেশের জনগণ রক্ত দিয়ে প্রতিহত করবে।’

প্রতিরক্ষা চুক্তির বিষয় নিয়ে গুরুতর শঙ্কা ও সন্দেহ দেশবাসীর মনকে আছন্ন করে রেখেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সামরিক চুক্তি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ভারতের সাথে অতীতে দেশবিরোধী ট্রানজিট, করিডোর ছাড়াও আপনারা আরো গোপনীয় ৫০টি চুক্তি সম্পাদন করেছিলেন যেটি আজও জনগণ জানতে পারেনি।’

সরকার ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এজন্য জনগণের সম্মতি নয়, নিজেরা টিকে থাকতে চক্রান্ত-ষড়যন্ত্রের ওপর নির্ভর করছে। সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার প্রতিনিয়ত গুম, খুন বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি নানা কল্পকাহিনী রচনা করে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে রাখা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশজুড়ে মহাসমারোহে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং চলছে গণগ্রেপ্তার।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি  করা হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়