ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৩৮ বছর পর বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৮ বছর পর বাংলাদেশ

মোসাদ্দেক হোসেনের ব্যাটিংয়ের দৃশ্য (ছবি : মিলটন আহমেদ, কলম্বো থেকে)

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শততম টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ শততম টেস্ট ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। সেটাও আজ থেকে ৩৮ বছর আগে।

১৯৭৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৭১ রানে হারিয়েছিল পাকিস্তান। মজিদ খানের সেঞ্চুরি ও সরফরাজ নেওয়াজের অসাধারণ বোলিংয়ে জয় পায় পাকিস্তান। মজিদ খান করেছিলেন ১০৮ রান। অন্যদিকে সরফরাজ নেওয়ায় বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। অবশিষ্ট ১ উইকেট কাটা পরেছিল রান আউটে।

এর আগে ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল নিজেদের মাটিতে। জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারায় ১৭৯ রানের বড় ব্যবধানে। ম্যাচে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন স্যার ওয়েস হল।

সবার আগে শততম টেস্ট ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। ১৯১২ সালে ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেসেখেলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ইনিংস ও ৮৮ রানে জয় পায় অসিরা। ব্যাট ও বল হাতে দূর্দান্ত ছিলেন চার্লস কেলেওয়ে। প্রথমে ব্যাট হাতে ১১৪ রান এবং পরবর্তীতে বল হাতে ৫ উইকেট নেন কেলেওয়ে।



রাইজিংবিডি/ কলম্বো (শ্রীলঙ্কা)/১৯ মার্চ ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়