ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

সচিবালয় প্রতিবেদক : শততম টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিসভা শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশের শততম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।

সচিব বলেন, এই বিজয় গৌরবের। এ বিজয়ে মন্ত্রিসভাসহ পুরোদেশ অভিভূত।

গত ১৫ থেকে ১৯ মার্চ শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে চার উইকেটে জয় পায় টাইগাররা। দুই ম্যাচ সিরিজটি ১-১ ব্যবধানে সমতা হয়। এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দল মোট ৯টি টেস্ট জয়ের স্বাদ পেল।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর চতুর্থ দল হিসেবে শততম টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়