ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অভিযানে কিছুই পাওয়া যায়নি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিযানে কিছুই পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় দুটি বাড়ি অভিযানে কাউকে আটক কিংবা কোনো কিছু উদ্ধার হয়নি।

বাড়ি দুটি হলো কর্নেলহাটের সিডিএ আবাসিক এলাকার মমহ ভবন ও ইশান মহাজন সড়কের একটি বাড়ি।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা বাড়ি দুটিতে অভিযান চালায় পুলিশ। এর মধ্যে ইশান মহাজন সড়কের পাঁচতলা বাড়ি ও মমহ ভবনের চারতলা ভবনের আটটি বাসা তল্লাশি করে কিছুই পায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) নাজমুল হাসান জানান, বর্তমানে রিমান্ডে থাকা জঙ্গি দম্পতিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং একটি টেলিফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানার দুটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক কিংবা কোনো কিছু উদ্ধার হয়নি। তবে জঙ্গিবিরোধী ব্লক রেইডের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ মার্চ ২০১৭/রেজাউল করিম/রিশিত 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়