ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ১০৫ ব্যবসায়ীর

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ১০৫ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর ১০৫ জন মাদক ব্যবসায়ী তাদের মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক অনুষ্ঠানে তারা মাদক ব্যবসা পরিত্যাগ করে সুন্দর জীবনযাপনের অঙ্গীকার করেন।

নগরীর শাহমখদুম থানা চত্বরে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আরএমপির উপকমিশনার (পূর্ব) আমির জাফর।

এ ছাড়াও অনুষ্ঠানে আরএমপির উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী, এ কে এম তৌহিদুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম, মতিহার জোনের সিনিয়র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়, শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

আরএমপি কমিশনার মাদক ব্যবসা পরিত্যাগকারীদের শপথবাক্য পাঠ করান। পরে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নগদ টাকা, সেলাই মেশিন ও ভ্যানগাড়ি দিয়ে পুনর্বাসিত করা হয়।



রাইজিংবিডি/রাজশাহী/২২ মার্চ ২০১৭/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়