ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আ.লীগের গোলাম মোস্তফা নির্বাচিত

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগের গোলাম মোস্তফা নির্বাচিত

গোলাম মোস্তফা আহমেদ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) বিজয়ী হয়েছেন।

১০৯টি ভোট কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

বুধবার রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে  বিকেল ৪টা পর্যন্ত ১৫টি ইউনিয়নের ১০৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে  মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৫৪০ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন।

এ নির্বাচনে লড়ছেন সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকিরা হলেন- জাসদের মোহাম্মদ আলী প্রামানিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)।

প্রসঙ্গত, ২০১৬ বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।



রাইজিংবিডি/গাইবান্ধা/২২ মার্চ ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়