ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডোমারে উদ্ধার অজ্ঞাত দুই লাশের পরিচয় মিলেছে

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডোমারে উদ্ধার অজ্ঞাত দুই লাশের পরিচয় মিলেছে

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর মির্জাগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে রেললাইন হতে বুধবার সকালে উদ্ধার হওয়া দুই তরুণের লাশের পরিচয় পাওয়া গেছে।

এদের বাড়ি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া মুন্সীপাড়া গ্রামে। এরা হলেন- ভ্যানচালক জামাল হোসেনের ছেলে মঈনুদ্দিন ওরফে মাহিন (১৬) ও ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সোহবান আলীর ছেলে রাশেদুল ইসলাম ওরফে রসুল (১৩)। মাহিন ঠাকুরগাঁও খালপাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং রসুল নিজ গ্রামের সিঙ্গিয়া উলুমত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে ওই দুই তরুণের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেছেন। মাহিন ও রসুলের বাবা জানান, তাদের সন্তান মঙ্গলবার দুপুরের পর হতে নিখোঁজ। বুধবার সন্ধ্যায় খবর পান- নীলফামারীতে দুই তরুণের লাশ পাওয়া গেছে। ওই সূত্র ধরে তারা নীলফামারী এসে লাশ শনাক্ত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ওই দুই লাশের ময়না তদন্ত করা হয়েছে।

এ ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানার এসআই ইমরান আলী জানান, এ দুইজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ তাদের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়না তদন্তের প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বুধবার সকালে এলাকাবাসী ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে মাঝাপাড়া ও সওদাগড়পাড়া গ্রামের সীমারেখার রেল লাইনের উপরে দুই তরুণের লাশ দেখতে পেয়ে সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানায় খবর দেয়। জিআরপি থানার ওসি এ কে এম লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ এসে সেদিন দুপুরে লাশ দুইটি উদ্ধার করে।

ওসি এ কে এম লুৎফর রহমান জানান, লাশ উদ্ধারের সময় তাদের কাছে  মোবাইল পাওয়া যায়। সেই মোবাইলের সূত্র ধরে রাতে বিভিন্ন নম্বরে ফোন দেওয়া হয়। এতে বেরিয়ে আসে লাশ দুইটির পরিচয়।



রাইজিংবিডি/নীলফামারী/২৩ মার্চ ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়