ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : ডিএমপি কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি মোকাবিলাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদককে মোকাবিলা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তবে জঙ্গিবাদ শুধু দেশে নয়, সারাবিশ্বে বিরাজ করছে। তাদের মোকাবিলা করা এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তবে তা আমরা সফলভাবে মোকাবিলা করে আসছি।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে ভালো মানুষ হওয়া যাবে না। এতে সাফল্য আসবে না। ক্রীড়াক্ষেত্রে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/মাকসুদ/নাঈম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়