ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশ দলের খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজ শেষ। ৪ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষের এই দু্ই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ সাইফউদ্দিন।

১৬ সদস্যের বাংলাদেশ দল : তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও সাইফউদ্দিন।

৪ এপ্রিল কলম্বোতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। কলম্বো থেকে ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন স্পোর্টস, টেন-১ ও টেন-১ এইচডি।

 


রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়