ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রীনগরে বিমানবন্দরে গ্রেনেডসহ সেনা সদস্য গ্রেফতার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীনগরে বিমানবন্দরে গ্রেনেডসহ সেনা সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে দুটি গ্রেনেডসহ সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই সেনা সদস্যের নাম ভূপাল মুখিয়া। তিনি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা। সোমবার সকালে ‘অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াড’ তাকে গ্রেফতার করে।

ভূপাল মুখিয়া ১৭ জম্মু ও কাশ্মীর রাইফেলসের জওয়ান। তিনি ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর উরি সেক্টরে মোতায়েন ছিলেন।  বিশেষ চার্টার্ড বিমানে করে তার শ্রীনগর থেকে  দিল্লি যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশির সময় তার ব্যাগ থেকে দুটি গ্রেনেড উদ্ধার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, দিল্লির কোনো এক ব্যক্তির কাছে ওই গ্রেনেড তুলে দেয়ার কথা ছিল ভূপাল মুখিয়ার। তাকে গ্রেফতারের পর বাডগাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শ্রীনগর বিমানবন্দর দেশের সবচেয়ে স্পর্শকাতর বিমানবন্দর হওয়ায় এখানে নিরাপত্তা ব্যবস্থা সবসময় কঠোর থাকে। ভূপালকে গ্রেনেডসহ এমন সময় গ্রেফতার করা হল যখন আগের দিন রোববার জম্মু-কাশ্মীর সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন সেখানে দেশের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়