ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সায়মা হোসেন পুতুলকে মন্ত্রিসভায় অভিনন্দন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সায়মা হোসেন পুতুলকে মন্ত্রিসভায় অভিনন্দন

সায়মা হোসেন পুতুল

সচিবালয় প্রতিবেদক : অটিজম সচেতনতায় সায়মা হোসেন পুতুল দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। 

অটিজম নিয়ে কাজ করায় সায়মা হোসেন পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়।

অটিজম অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পুতুলের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো, শিশুদের দুর্ভোগের জায়গাগুলো চিহ্নিত করে সমাধান করা এবং তাদের বাবা-মা ও যত্মকারীদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণেই তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সায়মা হোসেন পুতুল দীর্ঘদিন ধরে অটিজম আক্রান্ত শিশু, তাদের পিতা-মাতার মধ্যে রোগটি নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে আন্দোলন করে আসছেন। বিশ্বব্যাপী শিশুদের মানসিক স্বাস্থ্য, অটিজমসহ নানা বিষয়ে আয়োজিত সভা, সেমিনারে অংশ নিয়ে তিনি জনমত গঠন করে আসছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৭/আসাদ/হাসান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়