ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হাবিপ্রবিতে স্থাপত্যশৈলী প্রদর্শনী ১৩-১৪ এপ্রিল

প্রকাশিত: ১৪:৩০, ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাবিপ্রবিতে স্থাপত্যশৈলী প্রদর্শনী ১৩-১৪ এপ্রিল

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামী ১৩-১৪ এপ্রিল স্থাপত্যশৈলী প্রদর্শনী হবে।

হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘স্থাপত্যে অনুবন্ধ’।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৃহস্পতি ও শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

প্রদর্শনীর উদ্বোধন করবেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাশেম। প্রদর্শনীতে সারা বিশ্বের বিখ্যাত স্থাপনার পাশাপাশি স্থাপত্য বিভাগীয় মনোমুগ্ধকর ও যুগোপযোগী সৃষ্টিকর্মগুলোর প্রতিচিত্র প্রদর্শন করা হবে।

জগদ্বিখ্যাত স্থাপত্য মডেল, ভাস্কর্য, বিখ্যাত ব্যক্তিদের পিক্সেল, ফটোগ্রাফি, রংয়ের বিভিন্ন কর্মযজ্ঞ, 2D,3D চিন্তাশীল কম্পোজিশন, লাইন প্লেন-এর যুক্তিযুক্ত খেলা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের অজানা ক্ষমতা ইত্যাদির সমন্বয়ে প্রদর্শনী সাজানো হয়েছে।

এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৭/মোস্তাফিজুর রহমান রুবেল/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়