ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খুলনায় ৭৮৪ ক্ষুদে মন্ত্রীর শপথ গ্রহণ

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ১৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় ৭৮৪ ক্ষুদে মন্ত্রীর শপথ গ্রহণ

খুলনায় ৭৮৪ ক্ষুদে মন্ত্রীর শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় শপথ নিয়েছে স্কুল স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে নব নির্বাচিত ক্ষুদে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী।

রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে ‘নব নির্বাচিতদের অভিষেক ও করণীয়’ শীর্ষক সভায় তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) টি এম জাকির হোসেন শপথ বাক্য পাঠ করান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৩০ মার্চ খুলনা মহানগরীতে চারটি মাদরাসা ও ৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়।




রাইজিংবিডি/খুলনা/১৬ এপ্রিল ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়