ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৩০

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরে অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে  এক মহিলা শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

বুধবার দুপুরে এ বিস্ফোরণে আহতদের ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জে যমুনা অটোমেটিক রাইস মিলে বয়লার বিস্ফোরণে কর্মরত ৩০ শ্রমিক আহত হয়। পরে এদের মধ্যে এক মহিলা শ্রমিক মারা যায়।

বিস্ফোরণের পরপর দিনাজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর ২২ জনকে বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন- দেলোয়ার হোসেন, মুকুল, বাচ্চু, সফিকুল, এনামুল, রঞ্চিত গোস্বামী। রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি রেদওযানু রহিম জানান, কী কারণে বয়লার বিস্ফোরণ হয়েছে, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বয়লার বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে মিলের ক্ষতিগ্রস্ত মালামাল ছিটকে পড়ে। ঘটনার পর মিলের স্বত্বাধিকারী সুবল ঘোষকে পাওয়া যায়নি।



রাইজিংবিডি/রংপুর/১৯ এপ্রিল ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়