ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রশ্ন সরবরাহের অভিযোগ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রশ্ন সরবরাহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক রাইজিংবিডির প্রতিবেদককে ওই শিক্ষার্থীর দেয়া প্রশ্নগুলো দেখান।

এ প্রশ্ন থেকে হুবহু কমন পড়বে বলে অনেক পরীক্ষার্থীর ইমো আইডিতে নিশ্চয়তা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুবকটি বলেন, ‘আবু হাসান নামের এই শিক্ষার্থী তার ইমো আইডির মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীদের কাছে এই প্রশ্নপত্র পাঠাচ্ছে। তাকে একাধিকবার এ বিষয়ে নিষেধ করা হলে সে একপর্যায়ে নানা ধরণের হুমকি দেয়া শুরু করে। তার ইমো আইডির নাম (hasan lim)। আইডি নম্বর ০১৮৫৬৫৪৬২৪১। খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে সে অন্য একটি আইডি খুলে hasan lim নামের আইডিটি বন্ধ রেখেছে। তার ফেসবুক আইডির নাম ইভান হাসান (Evan Hasan)।

রাইজিংবিডির প্রতিবেদক ফোনে ইভান হাসানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আপনাকে কে আমার নম্বর দিয়েছে? আমি এসব কিছুই করিনি। এটি বানোয়াট। আর কখনো আমাকে ফোন দেবেন না।’

হাসানের ফেসবুক আইডিতে দেখা যায়, তিনি ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী।

তার সরবরাহ করা প্রশ্নগুলো সংগ্রহ করেছে রাইজিংবিডি ডটকম। এই প্রশ্নের সঙ্গে এইচএসসি পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই। প্রশ্নগুলো নীচে দেয়া হলো-




প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যারা ফটোকপি করে বিলি (প্রশ্ন) করেন, দয়া করে এখানে হাত দেবেন না, আমাদের যথেষ্ট শক্তি এবং জনবল গড়ে উঠেছে। যিনি হাত দেবেন, হাত পুড়ে বা ভেঙে যাবে। এখান থেকে রেহাই পাবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়