ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ফুটবল খেলা দেখতে গিয়ে ৭ জনের মৃত্যু

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটবল খেলা দেখতে গিয়ে ৭ জনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক : নাইজেরিয়ায় টিভিতে খেলা দেখতে গিয়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরো ১১ জনকে। নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করছে স্থানীয় পুলিশ।

শুক্রবার ক্রস রিভার স্টেট পুলিশের বরাত দিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের শহর ক্যালাভারে এই দূর্ঘটনাটি ঘটে। এ সময় উৎসুক ফুটবল ভক্ত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও আন্ডারলেখট এর মধ্যকার খেলাটি দেখছিলেন।

দুর্ঘটনার বিষয়ে পুলিশ জানায়, ‘রাত ১০টার দিকে আমরা এরকম দূর্ঘটনার একটি খবর জেনেছি। হাইভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে টেলিভিশন খেলা দেখতে থাকা দর্শকদের গায়ে পড়লে হতাহতের এই ঘটনাটি ঘটে। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৭ ব্যক্তি নিহত হন। তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। একই সাথে আহত আরো ১১জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তবে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি এ ঘটনায় অন্তত ৩০ জনেরও বেশি লোক নিহত হবার আশংকা রয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/জহির/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়