ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রাণিসম্পদ কার্যালয় উদ্বোধনের পর ককটেল বিস্ফোরণ

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাণিসম্পদ কার্যালয় উদ্বোধনের পর ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। তবে উদ্বোধন করে চলে যাওয়ার সময় কার্যালয়ের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটায় বিক্ষোভকারীরা।

দুপুর ১টায় বিজয়নগরের গেরাগাঁও এলাকায় তিনি এ কার্যালয়ের উদ্বোধন করেন।

তবে ১৪৪ ধারা লঙ্ঘন করে প্রাণিসম্পদ কার্যালয়ের ২০০ গজের মধ্যে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ওই সময় বিক্ষোভকারীরা কালো পতাকা নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক স্লোগান দেয়। এদিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ছাদসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল।

উদ্বোধনের সময় মন্ত্রী ছায়েদুল হক বলেন, সন্ত্রাসীরা আজকের অনুষ্ঠান বানচালের চেষ্টা করেছে। তারা নামফলক ভেঙেছে। তবে প্রশাসনের ভূমিকার কারণে সুন্দরভাবে তা শেষ হয়েছে। এই প্রাণিসম্পদ ভবন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি থেকে মানুষ উপকৃত হবে।

এ সময় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মন্ত্রী কার্যালয়ের উদ্বোধন করে সেখান থেকে ফেরার সময় যখন গাড়িতে উঠছিলেন, তখন কার্যালয়ের পেছন দিকে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/২৩ এপ্রিল ২০১৭/সমীর চক্রবর্তী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়