ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শনির হাওরের বাঁধে ভাঙন

পিএন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনির হাওরের বাঁধে ভাঙন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শনির হাওরের বাঁধের তিনটি স্থানে ভেঙে গেছে। এই ভাঙন দিয়ে বৃষ্টি ও ‍উজান থেকে নেমা আসা পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে।

রোববার সকালে বাঁধের লালুর গোয়ালা, আহাম্মকখালী ও রাধাপুর নামে তিনটি স্থান দিয়ে পানি ঢুকতে শুরু করে। এলাকাবাসী ও কৃষকরা ভাঙন মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এতোদিন তাদের স্বেচ্ছাশ্রমেই বাঁধটি টিকে ছিল।‍ তাহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাঁধে ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসের শেষ দিক থেকেই অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এতে সুনামগঞ্জের একের পর এক হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। তবুও রক্ষা  পেয়েছিল শনির হাওর। সেই মার্চের শেষ থেকে গতকাল পর্যন্ত জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার হাওরপাড়ের ৪০ গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেয়েছিল এই বাঁধ। এই তিন উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি গ্রামের মানুষের জমি আছে শনির হাওরে।




রাইজিংবিডি/সুনামগঞ্জ/২৩ এপ্রিল ২০১৭/পিএন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়