ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নাটোরে গ্রেনেড ও গুলি উদ্ধার

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে গ্রেনেড ও গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি : জেলার সদর উপজেলার   জালালাবাদ সরকারপাড়া গ্রামে একটি আম গাছের নিচ থেকে  পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড ও  থ্রি-নট থ্রি রাইফেলের ২৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে এসব গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিকদার মশিউর রহমান জানান, জালালাবাদ গ্রামের আব্দুল মান্নান তার বাড়ির পার্শ্বে একটি আম গাছ কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সকালে স্থানীয় ওই কাঠ ব্যবসায়ী গাছ কাটার জন্য মাটি খনন করছিল।

এ সময় শেকড়ের নিচে একটি পরিত্যক্ত গ্রেনেড ও ২৩ রাউন্ড গুলি দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে এসব গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব গুলি ও গ্রেনেড মুক্তিযুদ্ধকালীন সময়ের।



রাইজিংবিডি/নাটোর/২৩ এপ্রিল ২০১৭/এম এম আরিফুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়