ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় ৫১ কেজি হরিণের মাংস জব্দ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ৫১ কেজি হরিণের মাংস জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা ৫১ কেজি হরিণের মাংস জব্দ করেছে।

এ সময় সেখান থেকে দুটি নৌকা, দুটি দা, একটি চাকু ও ১২টি পটকা বাজি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বুধবার ভোরে সুন্দরবনের কালিরখাল থেকে এগুলো জব্দ করা হয়। পরে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুতে ফেলা হয়।

আংটিহার কোস্টগার্ডের পেটি অফিসার হামিদুর রহমান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে হরিণ শিকারিরা হরিণ শিকার করছে এমন সংবাদে কালিরখালে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫১ কেজি হরিণের মাংসসহ উক্ত মালামালগুলো জব্দ করা হয়।

তিনি আরো জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা এ সময় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/৩ মে ২০১৭/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়