ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নক্ষত্র শৈশবে যেমন

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নক্ষত্র শৈশবে যেমন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তারারা যখন ছোট অবস্থায় থাকে, তখন খুব সুন্দর দেখতে।

চিলিতে অবস্থিত ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির (ইএসও) অ্যালমা টেলিস্কোপ সম্প্রতি একটি নক্ষত্রের শিশুকালের উচ্চ রেজল্যুশনের ছবি তুলেছে। ধূলিকণার কারণে যদিও তা ঝাপসা দেখাচ্ছে।

এইচএইচ২১২ নামক এই নক্ষত্রটি মাত্র ৪০ হাজার বছরের পুরোনো, তাই এটি শিশু তারার অ্যাখ্যা পেয়েছে। ইএসও জানিয়েছে, এ ধরনের কম ভরের নক্ষত্র সাধারণত প্রায় ১০০ বিলিয়ন বছরের হয়ে থাকে।

ইএসও এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রের গঠনের প্রাথমিক পর্যায়ে ধুলোর লাইন দেখেছেন এবং এর মাধ্যমে জানা সম্ভব হতে পারে, গ্রহগুলো কীভাবে জন্মগ্রহণ করে।

এইচএইচ২১২ নক্ষত্রটি পৃথিবী থেকে ১,৩০০ আলোকবর্ষ দূরে ওরিয়ন নেবুলায় অবস্থিত।

তথ্যসূত্র : সিনেট



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়