ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রাক্তন এমপি মোমিনের বিরুদ্ধে পরোয়ানা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন এমপি মোমিনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির বগুড়া জেলার প্রাক্তন সাংসদ আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার (৬৫) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন।

আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল।

তার বিরুদ্ধে একাত্তরে হত্যা ও গণহত্যার প্রাথমিক অভিযোগ পাওয়া যায়। মামলাটির তদন্ত করছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা জেএম আলতাফুর রহমান। ২০১৬ সালের জানুয়ারি মাসে মামলার তদন্ত শুরু হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়