ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন রিজভী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকজনের জড়িত থাকার দিকে ইঙ্গিত করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তার ‘আশপাশের লোক’থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিছুটা হলেও উপলব্ধি করেছেন যে, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের নেতারাও জড়িত ছিল। সুতরাং অন্যদের দিকে অভিযোগ করে কোনো লাভ নেই, আপনার আশপাশের লোকদের সম্পর্কেই সতর্ক থাকুন।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে দেশে আসতে বাধা দিয়েছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির এই নেতা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিরি বলেন, ‘তাহলে ১৭ মে ১৯৮১ তে আপনি কী করে দেশ ঢুকলেন? তখন তো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবই রাষ্ট্রক্ষমতায় ছিলেন। যারা আপনার বাবার রক্ত ডিঙিয়ে শপথ নিয়েছেন এবং সেই শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন, তারা ১৯৮১ সালের ১৭ মে থেকে কী করে আপনার অধীনে রাজনীতি করলেন, এমপি হলেন, মন্ত্রী ও উপদেষ্টা হলেন কিংবা গুরুত্বপূর্ণ পদ পেলেন?’

‘গণতন্ত্র ফিরিয়ে দিয়ে’সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান রিজভী।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘এটি সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির আরেকটি বর্ধিত প্রকাশ।’

তিনি বলেন, ‘স্বেচ্ছাচার ও দুর্নীতির চাপে গণতন্ত্র ও বহুত্ববাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সরকার জনরোষকে আটকানোর জন্য বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে আটকিয়ে রাখছে।’

তিনি অবিলম্বে বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

চালের মূল্যবৃদ্ধির জন্য সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কঠোর সমালোচনা করে বিএনপি এই নেতা বলেন, ‘হাওর অঞ্চলে তিনি ফসলহানি নিয়ে ডাহা মিথ্যাচার করেছেন। উনি ফসলহানি নিয়ে যে পরিসংখ্যান দিয়েছেন, তার সঙ্গে বাস্তবতার মোটেও মিল নেই। হাওর এলাকার প্রায় সম্পূর্ণ ফসল বিনষ্ট হয়েছে। এখন ৭৪ এর দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাওয়া যায়।’

গত ৯ বছর ধরেই চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে দাবি করে তিনি বলেন, ‘নির্লজ্জভাবে খাদ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা নিজেদের অকর্মন্যতা ও চৌর্যবৃত্তির কারণে সৃষ্ট মানুষের খাদ্য নিয়ে মহাদুর্যোগ আড়াল করার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। তাদের লুটপাটের কারণেই চাল, চিনি, লবণ, ডাল, তেল, পিঁয়াজ, রসুন, মরিচ, কাঁচা তরিতরকারিসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন লাগামহীন।’

দেশে আইনের শাসনের অভাবে ভয়াবহ নিষ্ঠুরতা চলছে, মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘নির্যাতনের যে বর্বরতা চলছে, যেভাবে এসব ঘটনার লোমহর্ষক বর্ণনা প্রতিদিন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হচ্ছে, তাতে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না।’

‘গতকালও সিলেটে সাত মাসের যমজ শিশুর খাবার আনতে গিয়ে ধর্ষণের পর বিভৎস কায়দায় খুন করা হয়েছে এক মাকে। রাজধানীর বনানীতে আলোচিত দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সিলেটে এই নির্মম ঘটনা ঘটল। গত চার মাসে দেশব্যাপী দেড় হাজার নারী-শিশু হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে’, বলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শরীয়তপুর জেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ধানের শীষের প্রার্থী নুর উদ্দিন নির্বাচিত হওয়ায় ক্ষমতাসীনরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নুর উদ্দিনকে হয়রানি বন্ধ করার জোর দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়