ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোহামেডানকে হারিয়ে দিল ব্রাদার্স

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোহামেডানকে হারিয়ে দিল ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে জয়ের দেখা পেল ব্রাদার্স ইউনিয়ন।  ১২৯ রানে জিতেছে ব্রাদার্স।

শক্তির বিচারে মোহামেডান এগিয়ে থাকলেও ব্রাদার্সের বিপক্ষে লড়াই করতে পারেনি মতিঝিল পাড়ার দলটি।  বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ব্রাদার্স ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে। জবাবে ৩৫.৪ ওভারে ১৪৭ রানের বেশি করতে পারেনি মোহামেডান। 

ব্রাদার্সের এটি লিগের চতুর্থ জয়। দশ ম্যাচে ছয়টি হেরেছে তারা। শেষ দুই রাউন্ডে জয় পেলে সুপার লিগের আশা টিকে থাকবে তাদের।  ব্রাদার্সের জয়ের আজকের নায়ক জুনায়েদ সিদ্দীক। বাঁহাতি এ ওপেনার লিগের দ্বিতীয় ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে ব্রাদার্সকে জিতিয়েছেন।  তার সেঞ্চুরিতে ভর করে ২৭৬ রানের পুঁজি পায় ব্রাদার্স। জুনায়েদ ১১০ রানের ইনিংসটি সাজান ১২৩ বলে ৮ বাউন্ডারিতে।  দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন অলোক কাপালি।  এছাড়া ৩৬ রান করেন মঈন উদ্দিন রুবেল।



মোহামেডানের হয়ে ২টি করে উইকেট নেন সাজেদুল ইসলাম, তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র।

২৭৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৬ রানে শামসুর রহমানকে হারায় মোহামেডান। তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় তারা। ৮৭ রানের জুটি গড়েন সৈকত আলী ও অভিষেক মিত্র।  এ সময়ে সৈকত আলী ছিলেন আগ্রাসী। একাই মোহামেডানের রানের চাকা সচল রাখেন ডানহাতি এ ব্যাটসম্যান। হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংসটিকে বড় করতে থাকেন তিনি। কিন্তু দলীয় ১০৩ রানে নিহাদ ‍উজ জামানের বলে আউট হন ৭০ রান করা সৈকত।



এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। ১০৩ রান থেকে ১৪৭ রান পর্যন্ত যেতে ৭ উইকেট হারায় তারা।  সাজেদুল হক ইনজুরিতে পড়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি।  মোহামেডান শিবিরে বড় ধাক্কাটি দেন ইফতেকার সাজ্জাদ রনি। ৫.৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়ে একাই মোহামেডানের ব্যাটিংয়ে ধস নামান ইফতেকার।  এছাড়া ২টি উইকেট নেন কাজী কামরুল।

দশ ম্যাচে এটি মোহামেডানের চতুর্থ পরাজয়।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়