ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ার্নারের আরেকটি কীর্তি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নারের আরেকটি কীর্তি

শট খেলছেন ডেভিড ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক : আইপিএলে আরেকটি কীর্তি গড়লেন ডেভিড ওয়ার্নার। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।

আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলার পথে মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার। প্রথম বিদেশি হলেও সব মিলিয়ে আইপিএলে ৪ হাজার রান করা পঞ্চম ক্রিকেটার তিনি।

আইপিএলে ৪ হাজার রানের মাইলফলক ছোঁয়া চার ভারতীয় ক্রিকেটার হলেন সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১১৪ ম্যাচে ওয়ার্নারের রান ৪ হাজার ১৪। বিদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৬২৬ রান ক্রিস গেইলের।

ওয়ার্নারের কীর্তির ম্যাচে অবশ্য কলকাতার কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে হায়দরাবাদ। এর আগে এই আইপিএলেই প্রথম ক্রিকেটার হিসেবে টানা চার আসরে ৫০০ রান করার কীর্তি গড়েন ওয়ার্নার। এবারের আসরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ১৪ ম্যাচে করেছেন ৬১৪ রান।  



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ