ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিল দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭' এর বিশেষ বিধান (১৯ নম্বর ধারা) বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা  দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু প্রমুখ। এ সময় সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ২৭ ফেব্রুয়ারিতে সংসদে 'বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ পাস হয়েছে। এই আইনের ১৯ নম্বর ধারায় বলা হয়েছে 'এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশক্রমে এবং মাতা-পিতার বা প্রযোজ্যক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিয়ে সম্পাদিত হলে তা এই আইনের অধীন অপরাধ বলে গণ্য হবে না।’ অর্থাৎ এই আইনের মধ্য দিয়ে শিশুর বিয়ে বৈধতা পাবে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/ সাওন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়