ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই বাজারের মুদি দোকানি শের আলীর দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে একে একে ২০টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৪ মে ২০১৭/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়