ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশালে ৪৭ জন হিজড়া বিশেষ ভাতা পেয়েছেন

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে ৪৭ জন হিজড়া বিশেষ ভাতা পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে ৪৭ জন হিজড়া সরকারের বিশেষ ভাতা পেয়েছেন।

বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নগরীর কালীবাড়ী রোডের নিজস্ব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৭ জন হিজড়ার প্রত্যেককে নগদ ৩৬০০ টাকা করে বিশেষ ভাতা দেওয়া হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল।

জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় ভাতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয় পরিষদের মো. হাফিজুর রহমান, হিজড়া কবরি প্রমুখ।

বরিশালে সরকারি হিসাবে হিজড়া রয়েছে ৭৫ জন। এরমধ্যে ৪৭ জনকে ভাতা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। বাকি হিজড়াদের সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন থেকে ভাতা দেওয়া হচ্ছে।

হিজড়াদের পুনর্বাসন এবং তাদের জীবনযাপনের জন্য ছয় মাস পর পর এই ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।



রাইজিংবিডি/বরিশাল/২৫ মে ২০১৭/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়