ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি ভবনে অভিযান

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি ভবনে অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি ভবনে অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ভবন ঘেরাও করে পুলিশ অভিযান চালালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে এর পরপরই পাশের আরেকটি ভবন ঘিরে অভিযান শুরু হয়েছে।

পুলিশ জানান, তাদের কাছে তথ্য ছিল পাঁচতলা বিশিষ্ট ভবনটির নিচতলার ফ্ল্যাটে জঙ্গি আস্তানা রয়েছে। তবে অভিযানের খবর পেয়ে তারা সেখান থেকে পালিয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী আনোয়ার মোল্লা ভবনটির মালিক।

ভবন থেকে পালিয়ে জঙ্গিরা আশপাশে অবস্থান করছেন বলে পুলিশ জানতে পারে। পরে তাদের সন্ধানে এলাকায় তল্লাশি শুরু করে। এরপর পাশের আরেকটি ভবনে ঘিরে অভিযান শুরু করে। আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম।



রাইজিংবিডি/সাভার/২৬ মে ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়