ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে জঙ্গি আস্তানায় সকালে চূড়ান্ত অভিযান

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে জঙ্গি আস্তানায় সকালে চূড়ান্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে সকালে চূড়ান্ত অভিযান চালাবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরই মধ্যে একটি বাড়িতে বোমা তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নামাগেন্ডা এলাকায় একটি পাঁচতলা বাড়ি ঘেরাও করে পুলিশ। ওই বাড়িতে তল্লাশি শেষে একই এলাকায় অপর একটি ছয়তলা বাড়ি ঘেরাও করে তারা। জঙ্গিরা দ্বিতীয় বাড়িটির একটি ফ্ল্যাটে অবস্থান করছে বলে নিশ্চিত হয় পুলিশ।

এর পরপরই সেখানে পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, ‘সিলেটের আতিয়া মহলের মতোই এই বাড়িতে জঙ্গিরা বিপুল বিস্ফোরক মজুদ করেছে। যে ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান ছিল সেই ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়েও তা খুলতে ব্যর্থ হয়েছেন। সকালে চূড়ান্ত অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/সাভার/২৭ মে ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/এসএন 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়