ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাগুরার দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরার দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

মাগুরা প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে মাগুরার মহম্মদপুর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের বিশ্বাস পাড়ায় সংঘর্ষ হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোসলেম বিশ্বাস ও রফিক বিশ্বাসের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে হেমায়েত বিশ্বাস (৪৫), মোসলেম বিশ্বাস (৭০) ও জাবের বিশ্বাসকে (১৮) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কামাল বিশ্বাস (৪০), জয় বিশ্বাস (১৮) এবং মনির বিশ্বাসকে (১৬) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমির মালিকানা দাবি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



রাইজিংবিডি/মাগুরা/২৮ মে ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়