ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৮

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ২৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৮

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় বরিশাল বিএম কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১৮ জন আহত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার পাথালিয়া ও দুপুরে শহরের হেলিপ্যাড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই মাইক্রোবাসে থাকা বরিশাল বিএম কলেজের আট শিক্ষার্থী আহত হন। তারা বরিশাল থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে, গোপালগঞ্জ-চাপাইল সড়কে একটি যাত্রীবাহী লেগুনা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই লেগুনার ১০ যাত্রী আহত হন। লেগুনাটি নড়াইলের নড়াগাতি থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকৎসা দেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৯ মে ২০১৭/বাদল সাহা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়