ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চন্দনাইশে পাহাড় ধসে শিশুসহ নিহত ৪

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ১৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চন্দনাইশে পাহাড় ধসে শিশুসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি  এলাকায় পাহাড় ধসে এক শিশুসহ চারজন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এই ঘটনা আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলো শিশু মাহিয়া, অন্য একটি পরিবারের দুই শিশু কেউচা কেয়াং (১০), মেমাউ কেয়াং (১৩) ও গৃহবধূ মোকাইং কেয়াং (৫০)। আহতরা হলেন একই পরিবারের সানুউ কেয়াং (২১) ও বেলাউ কেয়াং (২৮)।

ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী পাহাড় ধসে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু ইউসুফ চৌধুরী জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারী আসগর আলীর কাঁচা ঘরের ওপর মাটি ধসে পড়ে। এ ঘটনায় আজগর আলীর শিশুকন্যা মাহিয়া মাটির নিচে চাপা পড়ে মারা যায়।

একই এলাকার ছনবুনিয়া উপজাতি পাড়ায় একটি ঘরের ওপর পাহাড় ধসে একই পরিবারের দুই শিশু কেউচা, মেমাউ ও গৃহবধূ মোকাইং কেয়াং নিহত হন।

এ ঘটনায় একই পরিবারের সানুউ ও বেলাউ কেয়াং আহত হন। তাদের বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. শাখায়াত হোসেন বলেন, ধোপাছড়ি এলাকাতে পাহাড় ধসে চারজনের মৃত্যুর খবর শুনেছি। কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। ইউনিয়নটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অনেকটা বিচ্ছিন্ন।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, চন্দনাইশে পাহাড় ধসের খবর পেয়েছেন তারা। পটিয়া স্টেশন থেকে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ জুন ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়