ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোলায় চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক

ভোলা প্রতিনিধি : ভোলায় এক চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে।

শনিবার মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ও তার দলবল মিলে পাঙ্গাসিয়া বাঘারহাট বাজারের এক শতাংশ জমি দখল নিয়ে ইট বালু এনে জমা করে। এ ব্যাপারে ভোলা থানায় অভিযোগ করলে উল্টা তারা এখন প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক আরো  বলেন , দেশ স্বাধীন হওয়ার পর পাঙ্গাসিয়া বাঘারহাট বাজারে এস.এ ২৬০/৬৩  খতিয়ানের  ১২৪ শতাংশ ভূমি ক্রয় সূত্রে  ভোগ দখল  করে আসছি । কিন্তু দীর্ঘদিন  ধরে স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও তার চাচা নাছির আহম্মেদ বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করছে। বর্তমানে দখলের উদ্দেশে ইট, বালু এনে আমার জমির ওপর স্তুপ করে রাখে। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার জমি রক্ষার জন্য প্রশাসনের সহায়তা কামনা করি।

এ দিকে পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জমি দখলের বিষয়টি অস্বীকার করে ক্রয় সূত্রে নিজেকে জমির মালিক বলে দাবি করেন।



রাইজিংবিডি/ভোলা/১৭ জুন ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়