ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে গাড়ি চলছে থেমে থেমে

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে গাড়ি চলছে থেমে থেমে

সিরাজগঞ্জ প্রতিনিধি : উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় হতে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এতে মহাসড়কের এই অংশে সারিবদ্ধ হয়ে থেমে থেমে গাড়ি চলাচল করছে।

হানিফ পরিবহণের যাত্রী সোহাগ হাসান বলেন, তিনি ঢাকা থেকে পঞ্চগড়ে যাচ্ছেন। সারা রাস্তা গাড়ি ভালোই চলছিল। বঙ্গবন্ধু সেতু থেকে বহু গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ছেলে-মেয়ে নিয়ে গরমে কষ্টে আছেন।

সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই মিলাদুল হুদা জানান, এমনিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে গাড়ির চাপ বেশি থাকে। এরপর গাড়ি বিকল হওয়ায় যানবাহনের লম্বা সারি সৃষ্টি হয়েছে। তাই যানবাহন চলাচল করছে ধীরগতিতে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, মহাসড়কে দ্রুতগতির যানবাহন ওভারটেক করার কারণে মূলত যানজটের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থানে খানাখন্দ মেরামত করতে মানুষের কিছুটা যানজটে পড়তে হচ্ছে।

 

 

রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২৩ জুন ২০১৭/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়