ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

কুষ্টিয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ও পরবর্তি দিন গুলোতে কুষ্টিয়া শহর ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উৎসবমুখর পরিবেশ।

ঈদের আনন্দে একটু ঘোরাঘোরি হবে না, তাই কি হয়। তাই ঈদে কুষ্টিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কুষ্টিয়ার বিনোদন কেন্দ্র গুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কুষ্টিয়া শহরের রেনইউক বাঁধ, থানা পাড়ার পুরাতন বাঁধ, শহর রক্ষা বেড়িবাঁধ, পৌর শিশুপার্ক, হরিপুর সেতুসহ বিনোদন কেন্দ্রগুলো বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

কুষ্টিয়া পৌর শিশু পার্কে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় রয়েছে। মিনি ট্রেন, কেবল কার, সুপার চেয়ার, টি-কাপ, থ্রিডি গেমস, মেরি গো রাউন্ড, বেবি ট্রেন, প্যারাট্রপার, ওয়ান্ডার হুইল, হেলিকপ্টার, বাউন্সি ক্যাসেলসহ বিভিন্ন গেমসে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ আনন্দ উপভোগ করছে।

এদিকে শহরের প্রধান সড়কে উৎসব-আমেজে মেতে ওঠে শিশুসহ তরুণ-তরুণীরা। তরুণ-যুবকরা সংঘবদ্ধ হয়ে শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেছে।

 

 

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২৭ জুন ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়