ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

১০১ জন সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মঈনুদ্দীন রুহী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা হাজী মুজাম্মেল হক।

শুক্রবার ইসলামী ঐক্যজোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি- মাওলানা হাফেজ ফয়সল, মাওলানা কারি আব্দুল মাবুদ, মাওলানা কারি ইদ্রীস, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আমীন শরীফ, মাওলানা ছরওয়ার আলম, মাওলানা রুহুল আমীন। যুগ্ম সেক্রেটারি- মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইউনুচ, মাওলানা জুনাইদ জওহার, মাওলানা ছুহাইল ছালেহ। সহ-সেক্রেটারি- মাওলানা সায়েমুল্লাহ, মাওলানা মাহমুদ রশীদ ও মাওলানা শামশুল হক।

সাংগঠনিক সম্পাদক- মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, সহ- সাংগঠনিক সম্পাদক - মাওলানা কুতুব উদ্দীন, মাওলানা শিবলী নূমানী ও মাওলানা মুফতি ছরওয়ার।

অর্থ সম্পাদক- মাওলানা আবু তাহের, সহ- অর্থ সম্পাদক- মাওলানা রফিকুল ইসলাম বোয়ালী ও মাওলানা আব্দুর রহমান।

দপ্তর সম্পাদক- ইয়াছির মুহাম্মদ আরিফ, সহ-দপ্তর সম্পাদক- মাওলানা নাজমুস সাকিব ও মাওলানা কফিল উদ্দীন।

প্রচার সম্পাদক- মাওলানা ইকবাল খলীল, সহ- প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান ও মাওলানা মুহাম্মদ ইউছুপ। শিল্প বিষয়ক সম্পাদক- মাওলানা মুহাম্মদ হানিফ। বাণিজ্য বিষয়ক সম্পাদক- মাওলানা মইনুল ইসলাম। শিক্ষা ও সাহিত্য সম্পাদক- মাওলানা ইব্রাহীম শিকদার।

ধর্ম বিষয়ক সম্পাদক- মাওলানা মুফতি শামীম। সমাজকল্যাণ সম্পাদক- মাওলানা এনামুল হক। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- মাওলানা করিমুল ইসলাম। দাওয়াত ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসূর আলম। আইন বিষয়ক সম্পাদক- মাওলানা অ্যাভোকেট কফিলউদ্দীন। দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা মুফতি ছানাউল্লাহ।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মস্কেট শাখা- মাওলানা কারি মুবিন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মাওলানা আবু তাহের। আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মাওলানা মুহাম্মদ ইব্রাহীম। যুব বিষয়ক সম্পাদক- মাওলানা অশরাফ বিন ইয়াকুব। ছাত্র বিষয়ক সম্পাদক- মাওলানা ওসমান কাসেমী, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক- মাওলানা ওয়ালিউল্লাহ নোমান। সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- মাওলানা মুহাম্মদ ইয়াছিন।

সদস্য- মাওলানা ইউনুচ, মাওলানা নেজামুদ্দীন, মাওলানা মুফতি আব্দুল ওহাব, মাওলানা মুফতি এমদাদ, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা আতিক বিন ইউসুফ, মাওলানা কারি সেলিম, মাওলানা কাসেম, মাওলানা নুরূদ্দীন, মাওলানা রূহুল্লাহ, মাওলানা সেকান্দার, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা মিজান, মাওলানা আইয়ুব, মাওলানা কারি মহিউদ্দীন, মাওলানা মাহবুব ইসলাম, মাওলানা মফিজ।

মাওলানা আতিকুল্লহ, মাওলানা যাকারিয়া, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আবুবকর, মাওলানা শাহাদাত, মাওলানা সুলাইমান, মাওলানা মুহাম্মদ এরশাদ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা নজরূল ইসলাম, মাওলানা হাফেজ এরশাদ, মাওলানা এহতেশামুল হক, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা কবির হোসাইন, মাওলানা শোআইবুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ জুলাই ২০১৭/রেজাউল করিম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়