ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘তিন-চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তিন-চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে তা বলা যাবে না। এটি নিয়ন্ত্রণে আনতে নাগরিকদের সচেতনতা জরুরি। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার রাজধানীর নগর ভবনের সামনে চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ডিএসসিসি এলাকায় কারও বাসার সামনে ফগার মেশিনে ওষুধ প্রয়োগের সময় কেউ যদি বাসার ভেতরে আহ্বান জানান, তাহলে কর্মীরা যেতে বাধ্য থাকবে। এ সময় তিনি সীমিত লোকবল নিয়ে সাধ্যমতো চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চেষ্টা করছেন বলেও  উল্লেখ করেন।

তিনি আরো বলেন, দক্ষিণ সিটি এলাকার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছি, সবাই যেন একে অপরকে সচেতন করেন। রোগ আসতেই পারে। এই সংকট মোকাবিলা একসঙ্গে করা সম্ভব।

সাঈদ খোকন আরো বলেন, চিকুনগুনিয়া শুধু বাংলাদেশ নয় ভারত, পাকিস্তান ও নেপালেও ছড়িয়েছে। চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কাজে নিয়োজিত ৩০৩ জন স্প্রে ম্যান ১৪৮টি ফগার এবং ২৭১টি হস্তচালিত মেশিন নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৭/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়